চশমার অমাবস্যা/ প্রণব মজুমদার
চশমার অমাবস্যা/ প্রণব মজুমদার
চশমাটা বেশ ঝাপসা, এর ওপর বিষাক্ত ধূলিকণা
শুকনো কাপড়ে মুছা হয়, কিন্তু যায় না আবর্জনা!
নোংরা হাতের স্পর্শে দূরদৃষ্টির কাঁচ হয় অস্বচ্ছ
সমাধান হয় না চশমার আবরণ নদীর জলেও।
এখানেও হায়নার ছোবল, দুর্গন্ধ কালো জলরাশি
যে মাটির ঘরে শেষঘুমের বাস, তাও করেছি দূষিত
সবুজ প্রকৃতির রঙ পাল্টে দিয়েছে দস্যু ও দখলদার
চশমার মত ভূমির হাহাকার, কাঁদে নদী, দেশ
পিতার রক্তাক্ত চশমাটাও পড়ে আছে অবহেলায়!
কে রুখবে অনাচার, কে সরাবে চশমার অমাবস্যা?
Facebook Comments Sync