দুনিয়াদারি/ সমিত মণ্ডল

দুনিয়াদারি/ সমিত মণ্ডল

 

কারবারি

দেখাও তোমার দুনিয়াদারি।

 

অস্থির মেঘ উড়ে

শালুক পাতায় শীত ভোর পড়ে

নীরব একটা  নদী

ভেজায় এ মনভূমি যদি!

 

শুনি মেঘেদের সংলাপ

স্পর্শ দাও,আহা!মন-আলাপ

কত না অবকাশ পড়ে

সারা বালুচর জুড়ে।

 

ভেসে বেড়ায় হৃদি

ভাষা কী আছে তোর নীরব নদী?

 

যাদুকর বাঁশিওয়ালা মেঠো সুর ভাঁজে

তিরতির হাওয়াতে ধান ক্ষেত সাজে।

 

কাব্য করি,কাব্য করি

ঘুমের মধ্যে স্বপ্ন দেখি

জেগে উঠেই মরি!

 

হাজারো বিদ্যুৎলতা আলপথ জুড়ে

পাব কী তোমার দেখা

আলো আঁধারি ফুঁড়ে ।

 

কারবারি

এ কেমন দুনিয়াদারি!

%d bloggers like this: