দুটি কবিতা/ জরিনা আখতার

দুটি কবিতা/ জরিনা আখতার

 

     ১। সেই নীল চিঠি 

 

       সেই নীল চিঠি —- ঘামের ঘ্রাণ

       সময় অতিক্রান্ত হতে হতে 

       আজ শিলালিপি সব ——

       কী করে পাঠোদ্ধার করবো 

       আমি তো বোদ্ধা পাঠক নই ,

       নীল চিঠি শিলালিপি সব একাকার;

       পাথরে উৎকীর্ণ লিপি যায় না মুছে 

       মনেরও তাই ——

       দিনের নক্ষত্রের মতো সুপ্ত থাকে আকাশে 

       অথচ ওঠে না জেগে রাতের নক্ষত্রের মতো ,

       শিলালিপি মনোলিপি সব একাকার ——

       শুধু থাকে নীল খামে ভাঁজ করা নীল চিঠি 

       প্রথম পাওয়া লাল গোলাপের সুঘ্রাণ ; 

       তবুও হয় না পাঠোদ্ধার ——

       আমি কি তেমন বোদ্ধা ! 

 

      ২। ফিরে এসো হে বালক 

 

         আদিম শূন্যতা এসে ভর করেছে সময়ের কাঁধে ,

         সময় আজ এক নিশ্চুপ নির্বাক বালক ——

         কোথায় তোমার সেই প্রাণোন্মাদনা হে বালক 

         আর শরীরের সেই অনুপম কান্তি —-

         এতটা অবসন্ন রুগ্ন ভগ্ন হলে কবে !

         তোমার সেই রঙিন মার্বেলগুলো কোথায় 

         আর সেই লেজওয়ালা ঘুড়িটি 

        এই তো শরৎ এসে গেল 

        ঘুড়ি ওড়াবে না!

        ফিরে এস হে সময়-বালক

        ফিরে এসো খেলার মাঠে 

        ফিরে এসো উৎসবে-পার্বণে

        ফিরে এসো চির নবান্নের দেশে

        ফিরে এসো আমাদের বিপন্ন অস্তিত্বে আশার বসতি হয়ে |

জরিনা আখতার
জরিনা আখতার
%d bloggers like this: