ফুলের ছড়া/ শাহজাহান  আবদালী

ফুলের ছড়া/ শাহজাহান  আবদালী

ফুলের ছড়া/ শাহজাহান  আবদালী

ফুলের ছড়া/ শাহজাহান  আবদালী

গোলাপ হাসে পাপড়ি মেলে

কী বাহারি ফুল সে

হলুদ বরণ মিষ্টি গাদা

সাজায় খুকুর চুল যে।

 

নীল বরণের নীলমনিটা

ফুটলে হাসে বনটা

সূর্যমুখি ছড়িয়ে হাসি

নেয় যে কেড়ে  মনটা।

 

মন কেড়ে নেয় কৃষ্ণচূড়া

স্বর্ণচাঁপা দোপাটি

জবা ফুলে সাজায় খুকু

মামনিটার খোপাটি।

 

বেলি ফুলের মিষ্টি সুবাস

যায় বাতাসে ছড়িয়ে

কাঁঠালচাপা মল্লিকারা

মনটাকে দেয় ভরিয়ে।

শাহজাহান  আবদালী
শাহজাহান  আবদালী
%d bloggers like this: