ঈদের সাজগোজ/ নন্দিতা আহমেদ
ঈদের সাজগোজ/ নন্দিতা আহমেদ
ঈদ বাজার এখন জমজমাট। সবাই ছুটছে ঈদের কেনাকাটা করতে। ঈদের পোশাক আর অন্যান্য বাজার এখন অনেকেরই শেষ হয়েছে। অনেকে এখনও শেষ করতে পারেননি। বাজারের সাথে সাথে ঈদের দিন কীভাবে সাজবেন চলছে সে প্রস্তুতিও।
প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যতটা সম্ভব পরিপাটি ও স্নিগ্ধ সাজগোজেই ভালো লাগবে। ভারি সাজে শরীরে অস্বস্তি হবে। তাছাড়া ঘেমে নেয়ে একাকার হবার সম্ভাবনা।
ঈদের দিন বিউটি সেলুনগুলো বন্ধ থাকে। তাই ঘরে বসেই একা একা সাজতে হয়। পরিকল্পনা করে সাজতে পারলে ঘরে বসেই সুন্দর করে সাজগোজ করা সম্ভব।
দিনের সাজ:
এই গরমে সারামাস রোজা খে ত্বকের আর্দ্র ভাব কমে যেতে পারে। এজন্য ঈদের দিন সকাল থেকেই পানি ও অন্যান্য তরল খাবার বেশি করে খেতে হবে। ঈদের দিন সকাল ও দুপুরের পোশাক হালকা রঙের হলেই ভালো। সাথে হালকা মেকআপ। এই সময় লিকুইড ফাউন্ডেশন ভালো হবে। তার উপর হালকা করে পাউডার আর হালকা শেডের ব্লাশ-অনেই সাজ কমপ্লিট হয়ে যাবে। হালকা করে আইব্রো একে নেওয়া যেতে পারে। চোখের পাতায় চিকন করে আইলাইনার ও কাজল লাগালে ভালো লাগবে। আইল্যাশ ব্যবহার করলে চোখের সাজ ভালো ফুটবে। শাড়ি পরলে কপালে ছোট টিপ, হালকা রঙের লিপস্টিকে ভালো লাগবে।
চুলে বেণী ভালো লাগবে। চুল খোলা রাখলেও ভালো দেখাবে। তবে গরমে চুল খোলা রাখলে গরম বেশি লাগতে পারে। বড় চুল খোঁপা করে ফুল গুঁজে দিলে চেহারায় স্নিগ্ধতা আসবে।
রাতের সাজ:
রাতের পোশাক ভারি হতে পারে। ঈদের দিন রাতে সাধারণত দাওয়াতে যেতে হয়। এজন্য একটু ভারি সাজে ভালো লাগে। তবে খেয়াল রাখতে হবে, শাড়ি জমকালো হলে হালকা মেকআপ দিতে হবে। আর মেকআপ ভারি হলে হালকা কাজের শাড়ি মানানসই। শাড়ির সাথে মিলিয়ে গহনা নির্বাচন করতে হবে। চুল খোলা রাখা যেতে পারে।
ছেলেদের সাজ:
ঈদের সময়েই ছেলেরা একটু নিজেদের যত্ন নেয়। ছেলেদের ঈদের সাজগোজের প্রস্তুতিতে চুল বা দাড়ি কাটা বা ট্রিম করা ও মেনিকিওর-পেডিকিওর করা খুব জরুরি। ঈদের দিন ছেলেরা হালকা রঙের পাঞ্জাবী পরলে ভালো হবে। তবে পাঞ্জাবী পরুন কি ঈদের বিকেলে টি-শার্ট, পারফিউম দিতে ভুললে চলবে না একদমই। জেল দিয়ে চুলটা সেট করে নিলে গরমের ঈদে বেশ পরিপাটি দেখাবে।
ঈদের খুশি মানুষের ভেতর থেকেই আসে। তাই চেহারায় এর প্রভাব পড়ে। আনন্দে থাকলে এমনিতেই সুন্দর দেখায়। এর সাথে ভারি সাজগোজ বা মেকআপের প্রয়োজন হয় না। তারপরও ঈদে হালকা সাজ দিলে তা মানানসই লাগে।
Facebook Comments Sync