ঈদের খুশি/ ফরিদ সাইদ

ঐ দেখা যায় দূর আকাশে
বাঁকা চাঁদের হাসি
ঈদ হবে কাল তাইতো মনে
ভাবনা রাশি রাশি!
নতুন কোনও জামাকাপড়
নেবো না এই ঈদে
কিনে দেবো কিছু খাবার
যাদের পেটে খিদে!
ঈদের খুশি দেই বিলিয়ে
গরিবদুঃখীর মনে
দয়ামায়া ভালোবাসা
থাকুক জনে-জনে!

Facebook Comments Sync