একুশ জেগে থাকে / ড. নিগার চৌধুরী

একুশ জেগে থাকে

একুশ জেগে থাকে

একুশ জেগে থাকে / ড. নিগার চৌধুরী

 

একুশ ছুঁয়ে আছে নির্মল আকাশ

তাকে তুই হাত দিয়ে ছুঁতে চাস।

একদিন ছিল পাকিস্তানি কারাগারে

এখন সে উঁচু শিরে সারা বিশ্বের দরবারে।

 

একুশতো থাকে বুকের গভীরে

ভুলতে চাইলেও তা পারবি নারে

তোর পায়ের নীচের জমিনটাকে

একুশই তো দান করল তোকে।

 

তোর মুখের বাক্যটা, সেটাও একুশের দেয়া

বড় বড় চেয়ারে বসে দোল খাস তোরা

জেনে রাখিস, এটিও একুশ থেকে পাওয়া

তাই একুশকে ভোলা, তোর মোটেও সাজেনা।

 

একুশ তোকে ভুলতে বলে, সে আপদটা কেরে?

তাকে বল পাততাড়ি গুটিয়ে যেন বাংলা ছাড়ে

তানা হলে দেখাবো তারে, বাংলাওয়াশ বলে কারে

একুশের ছেলেরা কিন্তু, এখনও জেগে শাহাবাগ চত্বরে।

ড. নিগার চৌধুরী
ড. নিগার চৌধুরী