হাত

হাত

হাত

জরিনা আখতার

 

এই হাত তুমি উত্তোলিত করতে শিখেছ কোথায়

যার অঙ্গুলি সংকেতে মুছে যায় সব দুর্বিপাক——

তোমার হাতের মুঠোয় সোনা রং রোদ,

মুঠো খুলে দিলে  দূর হয়ে যায় সব অন্ধকার ——

হে অবিসংবাদিত নেতা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

তোমার মায়ের আশীর্বাদ মাখা এই হাত আজ

আমাদের অনিঃশেষ বরাভয় ,

তোমার হাত আজ আমাদের 

গৌরবের উত্থান ,

বেদনার নিঃসীম সীমানায় তোমার হাত আজ

আমাদের আনন্দ-অভিবাদন ,

আমাদের সব সংকটে সংঘাতে আজও তুমি 

তুলে আছ দুহাত দুর্নিবার |

জরিনা আখতার
জরিনা আখতার