জল থেকে জাতিসংঘ / আমিনুল ইসলাম 

জল থেকে জাতিসংঘ / আমিনুল ইসলাম 

জল থেকে জাতিসংঘ / আমিনুল ইসলাম 

জল থেকে জাতিসংঘ / আমিনুল ইসলাম 

 

ভালোবাসার মামলা ঠুকে হেরি গেছি হায়!

হেরি গেছি ভাই..হেরি গেছি বোন..

বৃথা গেলো অকাট্য সাক্ষী-সাবুদ

মেষশাবকের মতো ভাবছি ভাটিতে

ও জনক, ও জননী-, 

এ কোন্ জঙ্গলে বলো তোমাদের গন্দম-বাগান!

 

কেন রে মন পস্তাও সবখানি! খাতাভর্তি শূন্য লিখে

পুরানো খাতায়

বহুমূল্যে পরিমাণে এতটুকু জানা হলো-

জল থেকে জাতিসংঘ যেখানেই বসো তুমি

বিধাতার সীল নিয়ে হাতে-

হে মাননীয়, তুমি আজ সমাসীন দুর্যোধনের সমকামী ইয়ার।

 

হে গ্রন্থ, হে লাইব্রেরী, জ্ঞান যদি অমূল্যই হয়

আমার এ জানাটুকু পর্যাপ্ত অমূল্য হেতু

জ্ঞান মর্মে গণ্য করা হোক!

 

আর হে জল- হে জাতিসংঘ- মাই লর্ড, ইওর অনার

এই জ্ঞান কাজে আনি যদি

যদি শেয়ার করি বন্ধু-সুহৃদে

মূর্খ  আমি-ভীত ততোধিক, জেনে নিতে চাই

প্রেমিকের লিস্ট থেকে ফেলে দিয়ে 

আমাকে কি জলমহিমা দূষণের আসামী বানাবে?

 

দ্যাখো- পন্ডিতের কালি মেখে গালে

শাহবাগে হাসছে কবিতা, 

আর্ট গ্যালারিতে উৎফুল্ল সুলতানের ভীষণ মানুষেরা!

আর তুমি! তুমি শুধু হাতে নিয়ে কাঁচি আর কড়া…..!

আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম
%d bloggers like this: