জলের উল্লাস / প্রণব মজুমদার

জলের উল্লাস

জলের উল্লাস

জলের উল্লাস / প্রণব মজুমদার

 

সর্বনাশা জলের উল্লাসে

সুখ ঘরে ভাটা পড়ে কারো কারো;

পাষাণীর মতো গিলে খায় সব!

জলের গানে ভেসে যায় জমিন,

পাহাড় কান্নায় থামে না জল।

বর্ষার রোষে মাটি যায় সরে;

অবুঝ জল হাঁটে সাগর দিকে।

পাখি উড়ে যায়, তুমি সরে যাও

অণু প্রাণের হাহাকার, মাতম!

 

কেউ ভীড়ে কূলে, কেউ ডুবে যায়! 

যে শিশুর জন্ম ক’দিন আগে-

তার কথা জল ভাবে কখনও?

জলের জীবন এমন ধরন;

বন্যার জলে জীবন মরণ।

বানভাসি প্রাণের আর্তনাদে-

লোভী প্রাণও জড়ো হয় সেখানে।

বাণিজ্যের সওদাগর আসে,

ভারি হয় তার মুনাফার খাতা।

নেতাও হাঁটে ভীড়ে সাড়ম্বরে,

আধা কেজি চাল দিতে কুড়ি জন?

প্রচারে নেতাদের জটলা বাড়ে!

জলের উল্লাসে এসব প্রভু-

খেলা করে বন্যার্তদের সাথে!

 

 

কবিতার কোলাহল

 

অনাদরে কায়ায় বাসা বেঁধেছে জরা 

রক্তিম শিরা উপশিরায় মৃত্যু ছোবল!

যন্ত্রণায় বিনিদ্র রাতে শুয়ে স্বপ্ন আঁকো, 

প্রাণ প্রলয়ের সাথে সৃজনের কোলাহল। 

একে একে প্রকাশ হয় দুঃখের পদাবলি

ক্যানোলার হাতে স্মার্টফোনের বোতাম। 

ভাবো, পাখীরা ফিরে গেছে নীড়ে নীরবে

অদূর থেকে যতনে স্পর্শ করি ছোঁয়া। 

 

কবিতার শব্দেরা শাণিত হয় উচ্চারণে,

ধুলোয় মলিন মৃত্যু, তোমার জাগরণে!

প্রণব মজুমদার
প্রণব মজুমদার