মোনাজাত/ কাজী রুপাই
স্কুল ব্যাগে মেঘের বাড়ি কাঁদায় মাখা নখ
জোনাক পোকার সাথে আমার নিত্য দিনের সখ
মার্বেল আমার কলম দানি জ্যামিতি বক্স শূন্য
প্রভা ম্যামের ক্লাস এলেই জীবন আমার ধন্য
ঘুড্ডি আমার প্রিয় সাথী পুতুল খেলায় সুখ
নিঝুম রাতে ঝিঁ ঝিঁর ডাকে চেয়ে থাকে মুখ
এতো কিছুর পরও আমি আম্মুর সোনা মানিক
পাগল পারা হয় যে আম্মু কাদি যখন খানিক
আম্মু আমার গলার মালা আম্মু আমার সব
আঁধার মাঝে সে যে আমার সকল কলরব
আম্মুর মতো এমন করে কেউ করে না আদর
অসুখ বিসুখ এলেই বুঝি আম্মুই সুখের চাদর
এখন আমার আম্মু নেই নেইতো আব্বুর ছায়া
আম্মুবিহীন আব্বুবিহীন ভিন্নি সকল মায়া
একুশ বছর ধরে আমার আম্মু পরপারে
চৌদ্দ বছর কেমন করে আব্বু ডাকি নারে
আল্লাহ তুমি কবুল করো – একটায় মোনাজাত
আম্মু আব্বু দুই জনাকেই নসিব করো জান্নাত
Facebook Comments Sync