নাসরীন নঈম-এর দুটি কবিতা
নাসরীন নঈম-এর দুটি কবিতা
নববর্ষ
এখন সেই সময় চলছে
যখন বদান্য ব্যাকুল গণতন্ত্র
মাটি খুঁড়ে মাণিক খোঁজার নামে
নীরবে আকাল আনছে।
এখন সেই সময় চলছে
যখন দেখি গ্রহণের ছায়া নামছে
বাংলার আকাশে জমে আছে রক্ত মেঘ
সভ্যতার সঙ্কটে অস্তিত্ব বিপন্ন প্রায়।
লুপ্ত চৈতন্য শেষ প্রহরের ঘন্টা
বড় বেশি কানে বাজে
ঘুরে ঘুরে ভাতের হাঁড়িতে কাঁকর
ঋণে ঋণে গোটা দেশ ভিক্ষার ঝুলি কাঁধে।
আগামীকালের বেঁচে থাকার সংগ্রামে
ক্লান্ত মানুষ এখন বিষণ্নতায় একা
খোলা চুলের মত এলোমেলো দিন ফুরালেও
বিধ্বস্ত জীবনের ঘনতায় আসে নববর্ষ।
স্মৃতিময় বৈশাখ
একটা কাক দুইটা কাক
তিনটা কাকের ডাকে
বিষণ্ন এ মনটা আমার
ডাক দিয়ে যায় পদ্মাপাড়ের মাকে।
চৈত্র শেষের বোশেখের এই
ঝড় ঝাড়ালির দিনে
ফ্রক পরা আর নগ্ন পায়ের
দিনগুলো নেয় চিনে।
গোবরগুটি আমের আঁটি
সব হয়ে যায় খেলা
গোল্লাছুটের হল্লা দেখেই
যায় বয়ে যায় বেলা।
চোয়াল ভাঙা জিন্না বলে
বায়স্কোপ দেখবি আয়
টিনের ফুটোয় চোখ রেখে দেখ
উত্তম হেঁটে যায়।
সুচিত্রার হাসি দেখি
ক্ষুদিরামের ফাঁসি দেখি
তাজমহলের ঝুঁটি ধরে
শিশু মজা পায়।
আমের সত্ত খেলায় মত্ত
কাঠের পুতুল বাঁশের বাঁশি
সবগুলো আজ স্মৃতির ঝাঁপি
ভরিয়ে দিল নববর্ষের কাল বোশেখী।
Facebook Comments Sync