প্রেমিক বৃক্ষ / ইব্রাহিম নোমান (R)

প্রেমিক বৃক্ষ

প্রেমিক বৃক্ষ

প্রেমিক বৃক্ষ / ইব্রাহিম নোমান (R)

 

আমি জন্মেছিলেম বৃক্ষ হয়ে

মাটির গভীরে শেকড় ছড়ানো 

আপদমস্তক এক প্রেমিক বৃক্ষ।

 

আর জানো তো,

বৃক্ষ আকাশ ছুঁতে নয়, 

ভালবাসায় ছাড়িয়ে নিতে চায়।

 

প্রেমিক বৃক্ষের আছে নিজস্ব ঋতু,

যা প্রকৃতি-বিজ্ঞান কিংবা কবির নিয়ম মানে না।

প্রেমিক বৃক্ষ ভীষণ অভিলাষী, অভিমানী 

 

আমি বৈশাখে ঠায় দাঁড়িয়ে রই

শীতে কালবৈশাখি হয়ে বই,

আমি বরষায় খা খা মরুভূমি

বসন্তে বেদনার নীলাকাশ।

 

তুমি সেই বৃক্ষকে গাছ হতে বলো !

হবো, শুধু তোমারই জন্য 

হয়ে যাচ্ছো তুমি গাছের ঘাতক !

ইব্রাহিম নোমান
ইব্রাহিম নোমান
%d bloggers like this: