রক্তবীজ সম্পাদকীয়

সম্পাদকীয়

বছর ঘুরে এসেছে ঈদ, ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর মুসলিম ভাই বোনরা পরম আনন্দ আর শ্রদ্ধাভরে পালন করে এই ঈদ। কিন্তু  বৈশ্বিক অতিমারির কারণে ঈদ এখন আর আগের আনন্দ নিয়ে আসে না। আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব বিয়োগে অধিকাংশ মানুষ এখন বেদনা বিধুর। তাছাড়া রয়েছে স্বাস্থ্যবিধি মানার সতর্কতা।  কোভিড- ১৯ এর কারণে অসংখ্য মানুষ চাকরি হারিয়েছে, কারো কারো বেতন কমে গেছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর দরিদ্রজনের চলছে বড়ই সংকটকাল। পেটে ভাত নেই অনেকেরই। কাজের সুযোগ কমে গেছে। সরকার যথাসাধ্য করছে। তারপরও জনজীবন জুড়ে নেমে এসেছে হতাশা। 

আমরা সবাই ঘরে। বেরেুনোর পথ নেই।

এই পরিস্থিতিতে এসেছে ঈদ। গতবছরও এমন দুটি গৃহবন্দী ঈদ পার করেছি আমরা। 

মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা, তিনি যেন সদয় হন। আমরা যেন এই অতিমারির সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি। করতে পারি আনন্দময় ঈদযাপন।

সবাইকে ঈদের শুভেচ্ছা। 

ঈদ মুবারক!  

আফরোজা পারভীন
আফরোজা পারভীন