সম্পাদকীয়/ আফরোজা পারভীন
সম্পাদকীয়/ আফরোজা পারভীন
দ্বারে সমাগত ঈদ। শুনছি তার চরণধ্বনি! দীর্ঘ করোনাকাল শেষে এসেছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব!
তবে করোনাকাল শেষ হয়েছে বলিই বা কী করে! করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে গেলেও এখনও আক্রান্ত হবার খবর পাই। এখনও আমাদের মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। তাই এ ঈদ বাধাবন্ধনহীন নয়, নয় শঙ্কামুক্ত অঢেল আনন্দে ভেসে যাওয়ার!
তবুও অনেকদিন পর একটি ঈদ এসেছে। যেখানে আমরা বাজারে যাবার, চলাচল করার সাহস পাচিছ। তাই বিপনীবিতানগুলোতে উপচে পড়ছে ভিড়। সবাই যেন তাল হারিয়ে ফেলেছে। যার কেনার দরকার সেও ছুটছে, যার দরকার নেই সেও ছুটছে। রাস্তাঘাটে অচলাবস্থা। অনেকদিন পর শিক্ষায়তনগুলি খুলে দেয়ায় ভিড় এমনিতে বেড়েছে। তাতে ঈদের এই শপিং-এর তোড়ে যানজটে দেশ অচল। পথেই ব্যয় হচ্ছে হাজার হাজার শ্রমঘন্টা। মানুষ রাস্তায় আটকে থাকছে, সময়ের অপচয় হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে। অন্যদিকে অকারণে পুড়ছে গ্যালন গ্যালন তেল। দূষণ বাড়ছে। আকাশে ধোঁয়ার স্তর ভারি হচ্ছে । একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে মানুষের আধিক্যে সে গরম আরও বাড়ছে। স্বাভাবিকভাবে বাড়ছে অসুখ। হেঁটে পথ চলাও এখন দুষ্কর!
এর মাঝে ঘটে গেল অনেকগুলো অনভিপ্রেত ঘটনা। নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে প্রাণ দিয়েছে দু’জন নিরপরাধ খেটে খাওয়া মানুষ। বেশ ক’জন এখনও হাসপাতালে ধুঁকছে। এই যে দু’জন মারা গেলেন, এরা ব্যবসায়ীও না ছাত্রও না। সাধারণ শ্রমজীবী। প্রতিবাদ করার শক্তিও এদের নেই। এরা শুধু মার খায় আর মরে। এ যেন অনেকটা ঝড়ে বকপড়ার মতো। জেনে না জেনে যে কেউ এ ধরনের সংঘর্ষের মধ্যে পড়লে সে বক পড়ার মতো পড়ে যেতে পারে।
পাঁচ বছর বয়সের শিশুও ধর্ষিত হয়েছে। ধর্ম অবমাননার নামে একের পর এক সংঘটিত হচ্ছে নানান ঘটনা। তার কোনটা সত্য, কোনটা মিথ্যে আমরা বুঝতে পারছি না। ঘটনার পর ঘটনায় আমরাও এখন বিপর্যস্ত! বোধশক্তিও যেন খানিকটা হারিয়ে ফেলেছি!
কারো কোন সহ্যশক্তি নেই। পারস্পরিক মমত্ববোধ নেই, শ্রদ্ধা নেই!
সব ধর্মেরই সার কথা মানবকল্যাণ । ‘মানুষকে ভালবাসা’ এই আপ্তবাক্য সকল ধর্মের নির্যাস। আর যে কোনো ধর্মের যে কোনো উৎসব-পার্বনের মূলমন্ত্রও এটাই।
কিন্তু এ কেমন ঈদ আসছে আমাদের জীবনে! ব্যথায় ভারি হয়ে আছে বুক! নেই স্বস্তির সুবাতাস, আনন্দের লেশ। মারামারি নয়, হানাহানি নয়, সংঘাত নয়। আমরা চাই সম্প্রীতি, চাই ভালোবাস। আমরা সবাইকে সাথে নিয়ে ঈদ করতে চাই। আনন্দ করতে চাই। তেমন ঈদ এদেশে আসুক। ঈদের এই শুভক্ষণে এই প্রার্থনা। ঈদ মোবারক!
Facebook Comments Sync