শরতে / অনুপা দেওয়ানজী

শরতে

শরতে

শরতে / অনুপা দেওয়ানজী

 

নৌকার তালে তালে বৈঠার 

টান

 বৈঠার টানে জলে জেগে ওঠে

 প্রাণ। 

জল ছল ছল ছল ছন্দের সাথে

 মনমাঝি নৃত্যের মুদ্রাতে মাতে।

 বাতাসের ঢেউগুলি ছুটে যেই 

আসে 

নদীতীরে কাশবন খিলিখিলি 

হাসে। 

শাপলার মাঝে জলো ঘাসেদের 

উঁকি 

তার মাঝে ফড়িঙেরা 

দেয় উঁকিঝুঁকি।

 জলপোকা জলে হাঁটে ছোঁয়না 

সে জল।

 সরুসরু পায়ে ছুটে চলে

 অবিরল। 

মাছরাঙা ঝুপ করে নেমে আসে 

জলে 

দুই ঠোঁটে খপ করে মাছ নেয়

 তুলে। 

নীলাকাশে পাল তুলে মেঘ 

মেয়ে হাসে

 জলরুপ আয়নাতে মুখ তার 

ভাসে।

 আমি তাকে হাতছানি দিয়ে 

যেই ডাকি 

লাজে রাঙা মেঘমেয়ে মুখ নেয় 

ঢাকি। 

মাঝি যেই টান দেয় ভাটিয়ালি

 সুরে 

সেই সুরে চলে যাই দূরে

 বহুদূরে।

অনুপা দেওয়ানজী
অনুপা দেওয়ানজী