শরতের দোল / রানা জামান
শরতের দোল / রানা জামান
শরৎ আসে কাশের বনে ফুটে শিউলি ফুলে শরৎ আসে
মেঘ ভেসে যায় নীলাকাশে সাদাকালো মেঘ
মাঝে মধ্যে বৃষ্টি পড়ে নেই ঝড়ো বায়ু বৃষ্টি পড়ে
বিলে ফুটে থাকা শাপলা কী যে মনোরম!
গাঁয়ের কিশোরী সখিসহ ছুটে কাশবনের দিকে
কাশফুলের গয়নাগাটি বাড়ায় অঙ্গের শোভা
হঠাৎ নদীর ভাঙন দেখে থমকে উচ্ছলতা
নদী ভেঙে প্রতি বর্ষে খেতে থাকে বাড়িঘর নদী ভাঙে
চাষী থাকে ব্যস্ত পাট শুকানোর কাজে চাষীর অনেক আনন্দ
পঁচানো আঁশের গন্ধে ম ম করে গাঁয়ের বাতাস
খালে বিলে মাছ শিকারের ধুম আয়োজন
তালের পিঠার স্বাদে ঝর্ণাধারা মন
শরৎ শশীর জনম সার্থক জারি সারি গানে
দিবসের ক্লান্তি বিলীন রাতের আনন্দ হৈ হুল্লোড়ে
ছাতিম ফুলের অকাতর ঘ্রাণে শরৎ অধিক মোহময়
শরতের দোলে হৃদয় বিভোর দিনে কিংবা রাতে।
Facebook Comments Sync