তবু  ও অকৃতজ্ঞ আমি–আমরা/ ড. নিগার চৌধুরী

তবু  ও অকৃতজ্ঞ আমি--আমরা

তবু  ও অকৃতজ্ঞ আমি--আমরা

তবু  ও অকৃতজ্ঞ আমি–আমরা/ ড. নিগার চৌধুরী

 

দুঃখের জলকণাগুলো জমে জমে

হতাশার কালো মেঘ হয়ে গিয়েছিল

তুমি জানালে—

আজ সিঁদুর খেলা গোঁধুলি লগ্নে

সব মেঘ বৃষ্টি হয়ে ঝরেগেছে।

চরম লাঞ্ছনার দীর্ঘ সময়গুলোতে

তুমি প্রিয় স্বদেশের মুখ ভেবেছো।

নারীত্বের অহঙ্কার বলি দিয়ে 

স্বাধীনতার পতাকা উড়িয়েছো

অথচ যখন—

মুক্ত ভূমিতে ভাঙ্গা স্বপ্নকে জোড়া দিয়ে

সূর্যের উজ্জ্বলতায় উচ্ছল হতে চেয়েছিলে

সব যন্ত্রণা মুছে আকাশ হতে চাইলে

তোমার আশে পাশের অকৃতজ্ঞ মানুষ সব

তীর্যক দৃষ্টি হেনেছে

তোমার সুখের প্রত্যাশা ভরা আঙিনায়।

মুখ ফিরিয়ে নিয়েছে ওরা

তোমাকে ঠেলে দিয়েছে নিঃসঙ্গতার বিবরে

তখনো তুমি স্বদেশের মুখ ভেবেছো।

তোমাকে ডেকে নিয়ে গেছে ঘাস ফুল

পাখি প্রকৃতি

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের উর্বর ভূমি।

তোমার গড়া ভাস্কর্যের ভাঁজে ভাঁজে

খুঁজে পেয়েছো সান্ত্বনার বিশাল বটবৃক্ষ।

 

জেনে ভাল লাগল, স্বস্তি পেলাম

তোমার জীবনব্যাপী দুঃখের যে

জলকণাগুলো জমে জমে বরফ হয়েছিল।

আজ সিঁদুর খেলা গোঁধূলি লগ্নে

সব বৃষ্টি হয়ে ঝরে গেছে—

আর আমি বিবেকের কারাগার

থেকে ছাড়া পেয়ে কৃতজ্ঞ হয়েছি।

–তবু অকৃতজ্ঞই রয়ে গেলাম

তোমার—তোমাদের কাছে

আমি—আমরা, আমরা সবাই।

ড. নিগার চৌধুরী
ড. নিগার চৌধুরী