তৃষ্ণা – শাহজাহান চঞ্চল

তৃষ্ণা - শাহজাহান চঞ্চল

তৃষ্ণা – শাহজাহান চঞ্চল

 

এক কাপ চায়ের তৃষ্ণায়

ঠোঁট এখন কারবালা প্রান্তর;

তোমার দু’চোখ দু’টি পাতা,

কপালের চন্দ্রতিথি একটি কুঁড়ির মতো !

ধুমায়িত তোমার হাসি,

কথাগুলো ঠিক কবিতা যেনো।

তুমি এক কাপ চায়ের মতোই

আমার কাছে অনন্য কিছু;

জলে জ্বলে আমি বাষ্প !

আকাশকে ছুঁয়ে আমি মেঘলা সেনের

বাড়ি যেতে চাই।

আমি তৃষ্ণার্ত বড়ো

এক কাপ চা এখন

খুব-ই প্রয়োজন।

%d bloggers like this: