উত্তর-ফাল্গুনী / কাজরী তিথি জামান

উত্তর-ফাল্গুনী

উত্তর-ফাল্গুনী

উত্তর-ফাল্গুনী/ কাজরী তিথি জামান

 

আমাদের দেখা হওয়ার কথা ছিল না ৷

পূণরায়,আরো একবার অথবা কখনো ৷

আমাদের হাত-মুখ,চোখ-হাত,হাত-পা

আমাদের বোধ-সুখ,শোধ-বোধ,বোধ-বুদ্ধি

কখনো আসবেনা কাছে;কখনো বসবে না পাশে

কখনো বুকের দাঁড়ে পাখি হ’বে না ৷

কখনো কামরাঙা ডালে ফুল হ’বে না  ৷

আমাদের যুক্তি-বিন্যাস,যুক্তিতর্ক,যুক্তি-উপযোগ’

আমাদের স্বেচ্ছাশর্ত,স্বেচ্ছা-শান্তি,স্বেচ্ছা যোগ-বিয়োগ

কখনো জীবনের রাজপথে মিছিল করবে না,

কখনো সজীবতায় পোকা ছড়াবে না,

কখনো আসবেনা কাছে;কখনো বসবে না পাশে

আমাদের শর্তহীন অনাচারে,

আমাদের উচ্ছ্বাসিত কলোরবে

আমাদের কাঙ্খিত পরিসরে……………….

তবুও এলো !এলো-ই-তো একদিন !

বিকেলের কনে দেখা আলো মেখে’

শেষ ডাকে নীলখামে চিঠি লিখে,

শীতের তীব্র আলিঙ্গনে’ 

নিবেদিত হলো বিসর্জন….৷

অথচ কোনো কথা ছিল না ,

অথচ ছিল না আয়োজন ৷

অথচ একেবারেই নিশ্চিত…..

কিংবা বিবেচনায় পরিমিত’

আমাদের দেখা হ’লো,কথা হ’লো

আমাদের সরোবরে নীলজল;

আমাদের ঠিকানা অবিচল-

আমাদের পরিধি উন্মুক্ত

আমাদের স্বত্ত্বা নিবিড়ে সিক্ত

আমাদের দেখা হয় আবারও

আমাদের দেখা হয় পূণরায়…….৷৷

 

%d bloggers like this: