ঈদ কৌতুক / রক্তবীজ ডেস্ক

ঈদ কৌতুক / রক্তবীজ ডেস্ক

 

১. একদিন দুপুরে বসের মুড  বেশ ভালো।  সে কর্মচারীদের একের পর এক কৌতুক শোনাচ্ছিল।

কর্মচারীরাও হাসছিলো। শুধূ হাসছিলো না এক মহিলা।  বস বললেন,

: কী ব্যাপার, তুমি হাসছ না কেন?

মহিলা বলল,

: আমি কাল চাকরি ছেড়ে দিচ্ছি। আমার অত হাসাহাসি না করলেও চলবে। 

 

২. ১ম বন্ধু : কিরে আজ  না তোর বিয়ে? 

২য় বন্ধু: আর বলিসনা, বিয়েটা ভেঙে গেছে । 

১ম বন্ধু: কেন, কী হয়েছে?

২য় বন্ধু : মশা মেরেছিলাম। 

১ম বন্ধু: মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়?

২য় বন্ধু : হ্যাঁ, কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গালে। 

 

৩. তিন বন্ধু নদীর পাড়ে বসে কবিতা লিখছে। 

১ম বন্ধু: আকাশটা উড়ু উড়ু 

২য় বন্ধু: বাতাসটা সরু সরু 

৩য় বন্ধু : আর নদীর পাড়ে বসে আছি  আমরা তিনটে গরু। 

 

৪. কমিশনার সাহেব বাসায় আছেন?

:কেন?

: আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার।

 : তিন মাস পরে আসেন। উনি নারীঘটিত কেসে ছয়মাসের জেলে আছেন। 

 

৫. মেয়ে : জান, তোমাকে একটা গান শুনাই

 ছেলে: হ্যাঁ শুনাও  

 মেয়ে: এক পায়ে নুপুর আমার অন্য পা খালি 

 ছেলে: হাহাহা !

 মেয়ে: হাসলে কেন?

ছেলে: যতই চালাকি করো না কেন, আমি কিন্তু আর তোমাকে নুপুর কিনে দেব না। 

 

%d bloggers like this: