বৃষ্টি / শাহনাজ পারভীন 

বৃষ্টি

বৃষ্টি / শাহনাজ পারভীন 

 

তাবৎ কবিরা বৃষ্টি ডেকেছিলো, 

কেউ ডেকেছিলো মেঘ–

তাতেই আকাশ চিন্তিত হয়ে

ঝরালো ভাবাবেগ।

 

কৃষক বলেছিলো দোহাই বৃষ্টি 

এসো না এমন করে

মাঠ ভরা ধান তুমি আসো যদি

অকুলে ভিজবে পরে।

 

প্রেমিক বলেছে অঝোর ধারায় 

ঝরে যাও দিনরাত

প্রেমিকা আমার কাছে থেকে যাক 

বৃষ্টির অজুহাত!

 

অনু ব্যবসায়ী মিনতি করেছে 

একটু দাঁড়াও ভাই

তরমুজ আর বাঙ্গী, মরিচ

একটু গুছিয়ে যাই।

 

অথচ বোশেখ মাথা কোটে আজ

বৃষ্টির ধারা শোনো

আজ যদি তুমি না আসো তবে

কথা নেই আর কোনো

 

তাই তাকে আমি ভালোবেসে আসি

ঝরছি অঝোর ধারে

ভালোবাসি আমি মাঠ ঘাট আর

ভালোবাসি বাংলারে!

ড. শাহনাজ পারভীন