ট্রেনে চেপে পাবনা / রিবন রায়হান

ট্রেনে চেপে পাবনা / রিবন রায়হান

লোকটা যাচ্ছিল ট্রেনে চেপে পাবনা

কখন পৌঁছাবে এই ছিল ভাবনা

দেখা হবে বাবা-মা ভায়ের সাথে

দেখা হবে মাঠ-ঘাট গাাঁয়ের সাথে।

 

জানালার পাশে ছিল লোকটার সিট 

দিনটা গরম ছিল, ছিল খুব হিট 

সিটে বসে লোকটা পড়ছিল বই

পাশের যাত্রীরা করছিল হইচই।

 

এমন সময় একটা ঢিল 

উড়ে এসে

ঘুরে এসে

লাগলো লোকটার মাথায়

যাত্রীদের মুখে হায় হায়,

জ্ঞান হারালো লোকটা তখন

প্রাণটা যে তার যায় যায়।

 

প্রাণ হরালো লোকটা দ্যাখো

ঢিলের আঘাতে,

ঢিল ছোঁড়া ওই মানুষগুলোর 

কী আসে যায় তাতে?

রিবন রায়হান
রিবন রায়হান