শব্দের  উড়াউড়ি

শব্দের ওড়াউড়ি তাহমিনা কোরাইশী

হতাশায় বাজপাখি স্বপ্নভঙ্গের পারাপারে

নিশিডাকে মন বলে: দোর খুলেছ কী আশায়?

কে আছে তোমার?

আজ তুমি শব্দটি তুমুল প্রত্যয়ী করেছে আমায়

এই ভয়ংকর বিজন রাতে।

কখনও বেঁচে থাকার উপাত্ত কেড়ে করেছিলে দিগম্বর

রৌদ্রোজ্জ্বল দুপুরে তপ্ত তাপে কদাকার চেহারা

সেই মুখ আরশিতে দেখিনি আগে আর

বুক জুড়ে নেই সুখ, দুঃখরা উচাটন

জীবনের কাহনে কোনো অংশিদারিত্ব নেই

অহেতুক ঘানি টেনে টেনে…

কেউ নেই কথাটা তখন মহামারি আকারে

কাঁসার ঘণ্টা বাজিয়ে চলে এই বুকেরই ভিতর

নিত্যদিনের যাপিত জীবনে শর্ষেদানায় খুঁজেছি ভূত

নিজেরই কঙ্কাল দেহে, শব হয়েছিলাম কবে থেকেই।

আশপাশ তাকিয়ে আবার চোখ বন্ধ হয়ে যায়

প্রাপ্তির ঝুলি শূন্যের কোঠায়

সেই মুহূর্তে-উত্তরণের যাদুবিদ্যা জ্ঞাত ছিলাম না বলেই

আজ আমি অস্তগামী এক আত্মা!

ফিরি পথে-পথে

হু-হু বৈশাখে

তপ্ত বাতাসে

গ্যাস বেলুনে উড়ি-ঘুরি, ঘুড়িসম

তাকাই লোকালয়ে…

কতই তো আছে মানুষ আমারই মতন

হায়! অবিকল।

তারা কি করেছে আত্মহনন!

তাহমিনা কোরাইশী
তাহমিনা কোরাইশী

 

 

%d bloggers like this: