খুব ছোট বেলায় ভাবতাম নেতা দেখতে কেমন হয়? একটু বড় হয়ে যখন পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পড়তাম তখন কল্পনায় তার জীবন্ত ছবি আঁকতাম, পত্রিকার ছবিতে মন ভরত না বড় হয়ে তার অনেক ভাষণ টিভিতে, ইউটিউব- দেখেছি আর জেনেছি তার চিন্তা, তার ব্যক্তিজীবন, রাজনৈতিক জীবন তাকে দেখতে ঢাকায় চিঁড়া নিয়ে আসা এক কৃষক-এর ঘটনাও পত্রিকায় পড়েছি নেতা তাহলে এমনই হয়! নেতা তাহলে এমনই হওয়া উচিত! তখনকার মানুষ নাকি শেখ মুজিব বলত না, বলত নেতা আর সবাই বুঝে যেত কার কথা বলা হচ্ছে আমরা এখনও অনেক নেতা দেখি, কিন্তু মন ভরে না এই নেতার ভিড়ে আমরা সেই নেতাকে খুঁজে  ফিরি মাঝে মাঝে অন্ধকারে সামান্য আলোর দেখা পেলে মনে হয়, এইতো আমাদেরনেতা দামি গাড়ি থেকে নেমে হেটে

চলছে মেঠোপথ ব্রিজে না চড়ে, বাশের সাঁকো পার হয়ে, গরিব- এর ঘরের উঠৈনে খেজুর পাতার পাটিতে বসে তার দুঃখের কাহিনি শুনছে কিন্তু আলো নিভে যায় নেতাদের দরাজ কণ্ঠ কখনও কখনও যেন নিচু হয়ে যায় নিজেদের করে নেয় অন্য কোন জনপদের কারো মতো তাদের নিয়ে আমাদের অনেক স্বপ্নআমরা স্বপ্ন দেখি তারা দুখি মানুষের পাশে দাঁড়াবে গৃহহীন মানুষকে তারা আশ্রয় দেবে তারা দুর্বলকে আঘাত করবে না মিছিল মিটিং, ভাষণে, সময় নষ্ট না করে অসহায়দের পাশে দাঁড়াবে তাদের দুঃখ দুর্দশা দূর করতে কাজ করবে, রাস্তা ঘাট ঠিকঠাক আছে কি না দেখবে নিরপেক্ষভাবে সামাজিক বিচার করবে সবলেরা যেন দুর্বলদের প্রতি অবিচার না করে সেটা দেখবে গরিবদের জমি ভূমি দস্যুরা দখল করতে না পারে তা দেখবে সামাজিক সহঅবস্থান নিশ্চিত করবে স্কুল কলেজে ঠিক মতো লেখাপড়া হচ্ছে কিনা দেখবে।  অসৎ ব্যবসায়ীকে ভেজাল ব্যবহার থেকে সাবধান করবে তার দামি গাড়ির ধূলো আমাদের গায়ে লেগে যাতে কাপড় ময়লা না হয় দেখবে তাকে দেখে আমাদের মনটা যেন আবেগে হেসে উঠে সালাম জানাবে বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে খুশিতে বলবেজানো, আজকে না, অমুক নেতার সাথে আমার দেখা হইছে।’ যেন এমন না হয় যে নেতাকে দেখে আমি ভয়ে দৌড়ে পালাব আমাকে বাড়ি ছাড়া করতে চায় আমারই ভোটে নির্বাচিত এই নেতা আমি কি আশা করতে পারি না ভোটের পরেও নেতা আমার কাঁধে হাত রেখে বলবে, তুমি ভাল আছ তো বিশ্বাস করেন, আমি রিলিফ চাই না আমি আমার বাড়ির গরিব লোকটার কথা বলতে চাই দয়া করে তাকে একটা ঘর দেন আমার ঘর আছে, তার নেই এমন নেতা আমরা কি আশা করতে পারিনা যে, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে! আর বলবে, কালই পরিষদে আসতে বল, আমি চেয়ারম্যান সাহেবকে বলে দেবো আমরা স্বপ্ন  দেখি ৩০০ জন সেই নেতা যারা এম পি হবে তারা যেন বাংলা মায়ের দামাল ছেলে তারা ছুটে চলবে বাংলা মায়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন ছুটে আসছে আমার আঙ্গিনায়। আর আমায় অভয় দিতে এই দেশটা আমাদের সবার, আমি তোমাদের সেবক মাত্র, আমাদেরকে ভয় পেও না বাংলা মায়ের সকল সন্তানেরা যেন ভাল থাকে এটাই তো আমাদের একমাত্র বাসনা দেশ উন্নয়নে আমাদের অনেক কাজ নিজের দিকে খেয়াল রাখারও যেন সময় আমাদের হাতে নেই এসো সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি তোমরা যারা আমাকে ভোট দাওনি তারাও আজ এসো একসাথে আমরা যে দেশের জন্য নিবেদিত প্রাণ আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুখী নির্দলীয় অসম্প্রদায়িক দেশ উপহার দেই আমরা যদি রাস্তায় মোটর শোভা যাত্রা করে শুধু সময় কাটাই তাতে দেশের কি উপকারে আসবে? আমরা দামাল ছেলেরা যদি শুধু মিটিং, শোডাউন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরা কি পাব? আমরা যদি সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীর উপরে চাপিয়ে দেই তাহলে আমরা কি নেতা হতে পারব? আমরা কি সারাজীবন আত্মগ্লানি অনলে পুড়ব? আমরা কি নতুন প্রজন্মের আদর্শ হতে পারি না? আমরা চেষ্টা করে দেখি না নিশ্চয়েই আল্লাহ আমাদের সহা হবেনআমিন

ফিরোজ শ্রাবন

%d bloggers like this: